• খেলাধুলা

    কলকাতার একাদশে নেই লিটন দাস

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ১১:৪৫:০০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: অনেক আশা নিয়েই অপেক্ষায় ছিলেন অনেকে। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস।

    কিন্তু স্কোয়াডে যোগ দেওয়ার পর তার প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি।




    শুক্রবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন কলকাতার অধিনায়ক নিতিশ রানা।

    ঠিক আগের ম্যাচেই গুজরাট লায়েন্সের ম্যাচে রোমাঞ্চকর এক ম্যাচ খেলে কলকাতা। শেষে জয় পায় রিঙ্কু সিংয়ের দারুণ ব্যাটিংয়ে। ওই ম্যাচের একাদশে কোনো বদল আনেনি কলকাতা।




    কলকাতা নাইট রাইডার্স একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (কিপার), জগদীশন, নিতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, সুযশ শর্মা, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

    সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন (কিপার), মার্কো জনসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content