প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ৯:০৫:৪৮ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা প্রশাসন শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী যৌথ আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে সকাল ১০টায় র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মওলা মিলায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেযারম্যান এইচ.এম.আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এডঃ মোঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন।স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ খায়রুল বশর চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ডঃ মোঃ সেলিম রেজা, কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোঃ দিদারুল আলম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত এস,এম, আরিফুর রহমান।
মাস্টার মোঃ নাছির চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,জনপ্রকৌশলী প্রনবেস মহাজন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলী নুর মিয়াজি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মোঃ আবদুস সালাম,গৌতম সেন,একে আজাদ বাবুল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, ছাত্র-ছাত্রী প্রমুখ।
বক্তরা বলেন অতিথিতের দুঃখ, দুর্দশা গ্লানি ভুলে গিয়ে আগামীকে সুন্দর করে সাজাতে বাংলার বাংলাদেশি সাংস্কৃতিকে ধরে রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বাংলাদেশে সাংস্কৃতি চর্চা করতে হবে ভিনদেশী সাংস্কৃতিকে নয়।