• মহানগর

    কোতোয়ালীতে গাড়ি উল্টে নিহত ১, আহত ৬

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৩ , ১০:২৮:২১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের কোতোয়ালী থানার কদমতলী ফ্লাইওভারের কদমতলী মোড়ের অংশে টুকটুক গাড়ি উল্টে এক যাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।




    নিহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- আজাদ হোসেন রাজু (২৪), সুমি নাথ (২৯), অজিত নাথ (৪০), রিয়াজ (৩০), লিটন পাল (৩৬) ও সিরাজুল(৫৫)।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনয়নকারী নাঈম বলেন, নগরের হালিশহর থেকে নিউ মার্কেটগামী টুকটুক গাড়ি কদমতলী ফ্লাইওভারে কদমতলী মোড়ের অংশে উল্টে যায়। সেখানে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহত সবাই যাত্রী ছিলেন। কারো পা, কারো হাত ও কারো মাথায় আঘাত পেয়েছেন।




    চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাতজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম ও পরিচয় জানা যায়নি। আহত ছয়জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন। কয়েকজন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content