প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ১০:৫৭:৫৩ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এনবিসি নিউজের বরাতে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
বাইডেন বলেন, ২০২৪ সালে তিনি ডেমোক্রেটিক প্রার্থী হতে চান। তবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা তিনি এখনই দিচ্ছেন না।
বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দুজনই বলেছেন, তারা একত্রে নির্বাচনের দৌড়ে নামবেন।
বেশ কয়েকটি অসমর্থিত সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে, বাইডেনের পুনঃনির্বাচনের প্রচারণা শুরু করতে হোয়াইট হাউজের শীর্ষ উপদেষ্টারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত।
এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এনবিসিকে বলেছে, সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ইতোমধ্যে শেষ হয়ে গেছে।