• কক্সবাজার

    রামু খুনিয়াপালং সড়ক দুর্ঘটনায় চালক সহ ৩ জন নিহত

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ১১:০২:৫৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আহমদুল হক, রামু প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কে রামু উপজেলার মধ্যম খুনিয়াপালং ভরাব্রিজ এলাকায় শুক্রবার সকাল ৭টায় মিনিট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক সহ ৩ জন নিহত হয়েছে।




    আরও ২ জন কে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    অটোরিকশা চালকের নাম বদিউল আলম এবং তিনি উখিয়া উপজেলা কোর্টবাজার রুমখাঁ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।




    স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘আজ সকালে ভরাব্রিজ এলাকায় কক্সবাজার মুখী একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মিনিট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ২ জন আহত হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’




    0Shares

    আরও খবর 30

    Sponsered content