প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ১০:৪৩:২৫ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা জাফতনগরের দুই হাজার কৃষকের মুখে হাসি ফুটাবে খনখাইয়া খাল। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে নাব্যতা হারানো রাউজান উপজেলার নোয়াজিসপুর তেলপাড়ই খালের সাথে যুক্ত এ খালটি খনন করার উদ্যোগ গ্রহণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ ছাড়া ৩৩ লাখ টাকা ব্যয়ে আরো একটি সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে জাফত নগরে।
৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে খাল খনন কাজের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।
উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বের সহায়তায় বিডিএস থেকে ৩৩ লাখ টাকার এ প্রকল্প অনুমোদন করান স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া।
খালটি খননের ফলে আবাদের মুখ দেখবে পানির অভাবে অনাবাদে পড়ে থাকা কয়েক হাজার একর কৃষি জমি । বর্ষার পানিতে প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে বিশাল এলাকা।