• খেলাধুলা

    ধুমপাড়ায় আন্তঃ নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ১১:০৯:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক : নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড ধুমপাড়ায় ফুটবল টুনামেন্ট খেলার উদ্ধোধন করেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজা। গতকাল ৫ এপ্রিল বুধবার রাতে উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করে এবং ট্রফি উন্মোচন করে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।




    উক্ত ফুটবল টুনামেন্ট খেলার পরিচালনা করেন এস এম সাহাবউদ্দিন ও এস এম মনির,লুৎফর রহমান আরমানের চলতি ধারাবিবরণীতে উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজা,উদ্ধােধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও সভাপতি চট্রগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের
    হাজ্বী আব্দুল বারেক কোং।




    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন‌ নাজিম উদ্দিন,বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হালিম,বিশিষ্ট সমাজ সেবক টিটুদেব,পরিচালক ব্যাংক এশিয়া কাটগড় শাখা,মুহাম্মদ খোরশেদ বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়াবিদ মুহাম্মদ জাহাঙ্গীর। আরো উপস্থিত ছিলেনমোঃ নুরুল ইসলাম, সাইমন হেলাল,মাসুম,অর্পন,আবির,রিয়াম,ইসমাম,জাবেদ,হৃদয়,মুন্না,সাকিল প্রমুখ।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content