• মহানগর

    বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এর রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২৩ , ১:৪৫:৫৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু:হোসেন বাবলা: ৩১শে মার্চ শুক্রবার আগ্রাবাদ “এরিস্ট্রোক্রেসি” চাইনিজ রেস্টুরেন্টে মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে বরিশাল বিভাগীয় সমিতি,চট্টগ্রাম এর ইফতার মাহাফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।




    সৈয়দ মাইনুল ইসলাম মইনের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসেবে উপন্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কৃতিসন্তান যথাক্রমে ডবল মুরিং মডেল থানার ওসি মো শাখাওয়াত হোসেন, পেস্টিজ কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক মো রফিকুল ইসলাম মমিন, বরিশাল বিভাগীয় সি এন্ড এফ সমিতির সভাপতি , সা:সম্পাদক।

    চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আগত প্রফেসরবৃন্দ। নতুন আজীবন সদস্য রফিকুল ইসলাম, মো মিজানুর রহমান, মো: মহিদুল ইসলাম।




    শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মো: জুবায়ের হোসেন সাইফি। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এম জহিরুল আলম। সংগঠনের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মো:লিয়াকত আলী হাওলাদার।

    অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের সাবেক চিফ ফাইনান্সিয়াল অফিসার মো: হাবিবুর রহমান, হাফিজ জুট মিলের পরিচালক মো:জসিম উদ্দিন, বিডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মো: আবুল কাশেম সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এটি এম তারেক।




    সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করার কথা তুলে ধরেন। সামনের দিন গুলোতে নিম্নআয়ের মানুষের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করবে বরিশাল বিভাগীয় সমিতি,চট্টগ্রাম।

    সিজিএস কলনী জামে মসজিদের খতিব আবু হানিফ মোহাম্মদ নোমানী সাহেব রমজানের তাৎপর্য ও সংগঠন সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন। সংগঠনের সদস্যদের দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশিত হয়।




    ইফতার শেষে দুর্ঘটনায় আহত ব্যক্তির বাবার হাতে নগদ ২৬,২০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content