• মহানগর

    মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন: নওফেল

      প্রতিনিধি ৩১ মার্চ ২০২৩ , ৯:৪০:০৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে যাচ্ছেন। পবিত্র রমজান মাসে দলীয় নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে।




    শুক্রবার (৩১ মার্চ) বিকেলে নগরের ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আব্দুল লতিফহাট এলাকায় গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, নিজেদের ভোগ বিলাসের জন্য ইফতার মাহফিল করতে বারণ করেছেন তিনি।




    প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের নেতাকর্মীরা গরীব মেহনতি মানুষকে এ পবিত্র রমজান মাসে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

    এ সময় উপস্থিত ছিলেন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা মো. সবুর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. এমদাদ, সাইফুল্লাহ মাহমুদসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content