• মহানগর

    স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোর পথে-যুব সাহিত্য ফোরাম চট্টগ্রামের কর্মসূচি

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ৬:০৩:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : নগরীর বন্দর ইপিজেড -পতেঙ্গাস্থ আলোর পথে-যুব সাহিত্য ফোরাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি সংসদ, হালিশহর একাদশ ক্লাব ও এডিডিএস (এনজিও সংস্থা)এর যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন ২৬ শে মার্চ সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে।




    সকাল সাড়ে ৮টায় দঃহালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে শহীদ স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় পথসভা এবং বীরসৈনিক স্মরণে ১মিনিট নিরবতা পালন, বিশেষ চিত্রাঙ্গন ও কবিতা-ছড়া পাঠের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।




    এছাড়া আগামী ১০ রমজান বাদে আছর হতে হালিশহর একাদশ ক্লাব ও এডিডিএস(এনজিও সংস্থা)এর আয়োজনে বিশেষ দোয়া মাহফিল,মাহে রমজান শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল- বিশেষ মুনাজাত অনুষ্ঠান ।




    উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ঠদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও প্রধান নির্বাহী সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, সহকারী সম্পাদক মোঃ শাহেদুর রহমাম শাহেদ, কায্য নির্বাহী সদস্য মোঃ মামুন, সদস্য মোঃ আমীর হোসেন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content