• উত্তর চট্টগ্রাম

    চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির গ্রেফতার

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২৩ , ৩:০৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আবছার নুরী: জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার আমির তৌহিদুল হক চৌধুরীকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড পুলিশ।

    বুধবার (২২ মার্চ ) দিবাগত রাতে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।




    তৌহিদুল হক চৌধুরী, একই থানার সীতাকুণ্ড পৌর সভার নামার বাজার এলাকার বাসিন্দা।

    সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ২০১৩-১৪ সালে জেলা আমির তৌহিদুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যাপক নাশকতা হয়েছে।




    দীর্ঘদিন ধরে তৌহিদুল হক চৌধুরী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় জেলা আমির তৌহিদুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ৩৪টি মামলার মধ্যে ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content