প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ১০:৩৭:১৭ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়নহাট বাজারে ৫ মার্চ রবিবার বিকালে নারায়ণহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি।
সিনজেন্টা কোম্পানির থিয়োভিট নামক সালফারের প্যাকেটে নকল/নিম্নমানের সালফার বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজিজুল হক স্টোর নামক সার-বিষের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দেখা যায় থিয়োভিটের আসল প্যাকেটের মতো হুবহু একই প্যাকেটে নকল/নিম্নমানের সালফার বিক্রয়ের জন্য দোকানে প্রদর্শন করা হচ্ছে। এমতাবস্থায়, অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় এবং আসামি দোষ স্বীকার করায় কীটনাশক অধ্যাদেশ, ১৯৭১ এর ২২ ধারা অনুযায়ী আসামি মিনহাজ উদ্দিন, পিতা: আজিজুল হক, সাং দক্ষিণ জুজখোলা, নারায়ণহাট কে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রহমান সানি ।