• উত্তর চট্টগ্রাম

    রাউজানে বসতঘর থেকে অজগর উদ্ধার

      প্রতিনিধি ৪ মার্চ ২০২৩ , ১১:২৬:৫৯ প্রিন্ট সংস্করণ

    রাউজান প্রতিনিধি: রাউজানের কদলপুর ইউনিয়নের দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকার বসতঘর থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।

    শনিবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে স্থানীয় বিশু বড়ুয়ার মাটির ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।



    রাউজান ফরেস্ট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট ও ওজন প্রায় ৩০ কেজি। সাপটি পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে নেমে এসেছে।এটি পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হবে।



    রাউজান সদর ইউপির প্যানেল চেয়ারম্যান প্রবেশ বড়ুয়া বলেন, স্থানীয় বাসিন্দা বিশু বড়ুয়া মাটির ঘরের ছাদে সাপটি দেখে আমাদের খবর দেন। এ সময় ইউনিয়ন পরিষদের কর্মচারী নাজিম উদ্দিনের সহযোগিতায় রাউজান ঢালাবিট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা, এমওপি আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন অজগরটি উদ্ধার করেন। পরে রাউজান সদর ইউনিয়ন পরিষদে এনে এই সাপ ফরেস্ট কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।



    আরও খবর 27

    Sponsered content