• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে কোটি টাকার পপি ক্ষেত ধ্বংস করলো বিজিবি

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:১৬:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: বান্দরবানের থানচি উপজেলা বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরী ভাবে পেশাদারিত্বের সাথে মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।



    শুক্রবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের আওতাধীন থানচি উপজেলার কাইকা পাড়া এলাকায় লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, অধিনায়ক বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর দিক নির্দেশনায় টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইনয়ামুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৫টি টিলায় আনুমানিক ৩০ একর পপিক্ষেত স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১১,২৫,০০,০০০/- (এগারো কোটি পঁচিশ লক্ষ) টাকা মাত্র।



    লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি, অধিনায়ক বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বলেন, দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান নির্মূল/দমনে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের মাদক নির্মূল অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    0Shares

    আরও খবর 29

    Sponsered content