• মহানগর

    চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল আকতার পারভেজ

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৫৫:৫৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন।

    বুধবার ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নাঈম উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।



    এ সময় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মো. হাশিম উপস্থিত ছিলেন।



    মোহাম্মদ আকতার পারভেজ আশা করছেন, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পাওয়ায় দুই দেশের মধ্যে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবেন।



    আরও খবর 25

    Sponsered content