• মহানগর

    দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহ শুরু

      প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৮:৪১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: বাবুল হোসেন বাবলা: নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার ক্রীড়া সপ্তাহ গত ৭ফেব্রুয়ারী,সকালে স্কুল মাঠে বর্ণিল আয়োজনের‌ উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোঃ সাহাব উদ্দিন।



    প্রধান শিক্ষক মোঃ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা শিক্ষা অফিসার মোঃ ইউসুফ (বায়েজীদ), বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোঃ নুরুল বশর, সিনিয়র শিক্ষক মোঃ ফজল করিম,বাবু মিলন কুমার চক্রবর্তী, সিনিয়র শিক্ষক মোঃ ওসমান গনি, শিক্ষক গোলাম মহিউদ্দিন, শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক মুনিরুল আনোয়ার,সি:শিক্ষক ও ক্রীড়া সমন্বয়কারী বাবু সুভাশীষ নন্দী।



    সি: শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় ও শিক্ষক বাবু বিকাশ সরকারের সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শিক্ষক মাওঃ মুক্তার আহমদ, এম রিদুয়ানুল বারী, হামিদুর রহমান, শিক্ষীকা আনোয়ারা বেগম, শাহীনা আক্তার, শিক্ষক সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষীকা ফেরদৌস আরা চৌধুরী।



    উদ্বোধনকালে জাতীয় ও ইভেন্টস পতাকা উত্তোলন, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, ছেলে -মেয়েদের ১০০মি: দৌড়,এক পায়ে দৌড়,মার্বেল দৌড়, ভারসাম্য রক্ষা দৌড়,বস্তা দৌড়, দীর্ঘ লাফ,মোরগ যুদ্ধ,কর্ম মুখি দৌড়,জ্ঞান বুদ্ধি দৌড়, হাঁড়ি ভাঙা ,শিক্ষক -শিক্ষীকাদের ঝুড়িতে বল নিক্ষেপ, পিলু পাশ সহ মোট ৩৬টি ইভেন্ট এর দিন ব্যাপী আয়োজন।



    সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা। আয়োজনের ইনডোর গেমস, সাংস্কৃতিক পর্ব প্রতিদিন যথা নিয়মে অনুষ্ঠিত হবে।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content