• মহানগর

    ২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪০:৪৪ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ: শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশর আয়োজনে এবারের সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর খাঁ বাড়ির ছোট সন্তান উস্তাত আয়েত আলি খাঁ কে উৎসর্গ করা হয়। সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার আহমেদ ইকবাল হায়দার,সদারঙ্গের সহ-সভাপতি অধ্যাপক ড.অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।



    পণ্ডিত স্বর্নময় চক্রবর্তীর সুর বিণ্যাসে সমবেত ‘ধ্রুপদ’ পরিবেশন করেন সদারঙ্গের শিক্ষার্থী সদস্যরা, তবলায় সঙ্গত করেন শিল্পী রাজীব চক্রবর্তী।



    এর পর মেঘমাল্লার রাগে খেয়াল পরিবেশন করেন কুমিল্লার শিল্পী ফারুক আহমেদ, তবলায় ছিলেন সানি দে,হারমোনিয়ামে ফালগুনি বড়ুয়া, এরপর মধুবন্তী রাগে খেয়াল পরিবেশন করেন চট্টগ্রামের শিল্পী প্রমিত বড়ুয়া,তবলায় ছিলেন রাজীব চক্রবর্তী,এরপর মঞ্চে আসেন ঢাকার শিল্পী দিপ্তী মজুমদার দিপু তিনি পরিবেশন করেন বেহাগ রাগে খেয়াল, তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক, সেতারে রাগ চারুকেশি পরিবেশন করেন খুলনার শিল্পী জ্যোতি ব্যার্ণাজী। দ্বিতীয় দিনে থাকবে শিশু -কিশোরদের পরিবেশনা সম্মেলনের চতুর্থ অধিবেশনের সেমিনারে তবলার একক বাদন ও সঙ্গত বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন পণ্ডিত শ্যামল দেব, আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পণ্ডিত সুভাষ কান্তি দাশ, পঞ্চম অধিবেশন সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।



    আরও খবর 25

    Sponsered content