• জাতীয়

    চট্টগ্রামের সবুজ লোকেশনে সিনেমা শুটিং ও নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আওতাধীন চট্টগ্রামের পাহাড়তলীর ১ একর ৩৭ শতক জমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

    এতে করে চট্টগ্রামের বন-পাহাড় সমৃদ্ধ সবুজ লোকেশনে সিনেমা শুটিং ও নির্মাণের প্রাতিষ্ঠানিক অধ্যায় শুরু হলো।




    রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ চুক্তি সই প্রত্যক্ষ করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সচিবালয়ে তথ্যমন্ত্রীর দপ্তরে বিটিভির পক্ষে মহাপরিচালক জাহাঙ্গীর আলম এবং বিএফডিসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন চুক্তিপত্রে সইকালে বলেন, চট্টগ্রামের পাহাড়তলীর এই মনোরম স্থান দেশের চলচ্চিত্র অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।




    আরও খবর 17

    Sponsered content