• কক্সবাজার

    কুতুবদিয়ায় নির্মাণ সামগ্রীসহ টিউবওয়েল চুরি

      প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:০৯:১৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    কুতুবদিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়ায় সাংবাদিক নজরুল ইসলামের মেডিকেল গেইটস্থ নির্মাণাধীন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরের দল রডসহ মূল্যবান নির্মাণ সামগ্রী এবং জনস্বাস্থ্য প্রকৌশল প্রদত্ত একটি সেলু টিউবওয়েল নিয়ে যায়।



    যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী চোর চিহ্নিত করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।



    ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার দিবাগত রাতে স্থানীয় যুবকদের উদ্যোগে পাশ্ববর্তী স্থানে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই রাতেই চুরির ঘটনাটি ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এলাকার কয়েকজন চিহ্নিত চোর এই কাজ করতে পারে বলে জানান।



    স্থানীয়রা জানান, এলাকার চোর সিন্ডিকেটের কয়েকজনকে পুলিশে ধরার পর থেকে বেশ কিছুদিন এলাকায় চুরি বন্ধ ছিল। কিন্তু ছাড়া পাওয়ার পরে ইদানিং আবার বেড়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

    0Shares

    আরও খবর 30

    Sponsered content