প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৩ , ১১:১৪:১৭ প্রিন্ট সংস্করণ
মো: রিদুয়ানুল ইসলাম মারুফ: স্বেচ্ছাসেবী সংগঠন “ড্রীম টাচ বাংলাদেশ” এর আয়োজনে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারেও পতেঙ্গা সী-বিচ ও বন্দরটিলা আলীশাহ মসজিদের সামনে ছিন্নমূল মানুষের সাথে পিঠা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন “ড্রীম টাচ বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা নিপা,এস.এম.মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আব্দুর ছবুর,ড্রীম টাচ বাংলাদেশ এর তানজীর আহাম্মেদ জুম্মন,সাজ্জাদ এম রাকিব,মোঃ:সমর আলী, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইউসুফ জালাল, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সোহেল রানা, দ্বীন ইসলাম,মাহাফুজার রানা,আজাহার হোসেন প্রমুখ।
“ড্রীম টাচ বাংলাদেশ” এর প্রতিষ্ঠাতা নিপা বলেন, শীত আসলেই ঘরে ঘরে পিঠা খাওয়ার আমেজ শুরু, শুধু বঞ্চিত থাকে রাস্তার পাশে থাকা ছিন্নমূল মানুষ গুলো,তাই শীতের উষ্ণতার পাশাপাশি রাস্তার মানুষ গুলোকে সামান্য তৃপ্তির সন্তুষ্ঠিতেই এই আয়োজন । এই ধরণের আয়োজন নিয়মিত রাখবেন বলেও জানান তিনি।