প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৩ , ৯:২২:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন নাগরিকদের মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার চসিক সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি)’র প্রথম সভায় মেয়র উন্নয়ন সংস্থা জাইকা এবং চট্টগ্রমের বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
মেয়র বলেন, জনগণের চাহিদার কথা বিবেচনা না করে কোন প্রকল্প গ্রহণ করলে সে প্রকল্প কখনো ফলপ্রসু হয়না। এজন্য মেয়র পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামত যাচাইকে গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন জরিপ, গবেষণা, বিশেষজ্ঞ মতামত, আধুনিক রাষ্ট্রসমূহের পদ্ধতি ইত্যাদিকে অনুসরণ করছি। উন্নয়ন পরিকল্পনাকে সফল করতে জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি কারণ যাদের জন্য উন্নয়ন তারা সম্পৃক্ত হলেই কেবল উন্নয়ন সফল এবং টেকসই হবে।
সভায় চসিক সচিব খালেদ মাহমুদ বলেন, কেবল বস্তুগত উন্নয়ন নয়, উন্নয়নে মানবিক দিকগুলোকেও প্রাধান্য দিচ্ছে চসিক।
বাংলাদেশে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে চসিক যাতে ভবিষ্যৎ প্রজন্ম উন্নয়ন কার্যক্রমের সবচেয়ে বড় সুফলভোগী হয়। এছাড়া আমরা স্বাস্থ্য কার্যক্রমেরও প্রসার ঘটাচ্ছি। আমাদের প্রত্যাশা আগামীর চট্টগ্রাম হবে সুশিক্ষিত, সুস্বাস্থ্যবান চট্টগ্রাম।
সভায় জাইকার প্রকল্পের চিফ এডভাইজার নাওকো আনজাই জাপানের উন্নয়ন পদ্ধতির অভিজ্ঞতা জানান। তিনি বলেন, জাপানের উন্নয়ন অভিজ্ঞতার আলোকে বলতে পারি চসিক ইন্টারনেটনির্ভর বিভিন্ন সেবা সম্প্রসারণের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে পারে। উন্নয়ন হোক জনগণের জন্য, জনগণকে সাথে নিয়ে এবং জনগণের মাধ্যমে।
সভায় উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, অধ্যাপক মো. ইসমাইল, নাজমুল হক ডিউক, আবদুল মান্নান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, এডিসি (শিক্ষা) মো. আবদুল মালেক, প্রধান হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, আইটি অফিসার মো. ইকবাল হাসান, জাইকার চিফ এডভাইজার নাওকো আনজাই, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক প্রমুখ।