• মহানগর

    ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন চট্টগ্রামের শোলকবহরে

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ৯:২৭:০৪ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সেলুনে আসা সেবা গ্রহীতাদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির শুলকবহরে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ উদ্বোধন করা হয়েছে।

    সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন সুচায়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুধাংশু বিকাশ রায়। এ সময় নয়ন হেয়ার কাটিং সেলুনের স্বত্বাধিকারী রানা দাশ গুপ্তের হাতে বই ও সেলফ তুলে দেয়া হয়।



    এতে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা কবি গোলাম মাওলা জসিম, নাট্যজন শাহিন চৌধুরী, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, উচ্চারণ নাট্য সম্প্রদায়ের নাট্য কর্মী ফোরকান আহমেদ, নাট্যকর্মী আবু তাহের সাইমন, পারভেজ চৌধুরী, মোহাম্মদ আলী।



    অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের ফলে বই পড়ায় উদ্বুদ্ধ হবে সবাই।

    উল্লেখ্য, অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের উদ্যোগে নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র কার্যক্রম শুরু হয়।



    আরও খবর 25

    Sponsered content