• দক্ষিণ চট্টগ্রাম

    লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৫

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ১২:০১:৩৪ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের একটি বাস ও ইউনিক পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।



    তবে তাদের মধ্যে চকরিয়া উপজেলার খায়রুল (৪৭),রুহুল আমিন (৪৪) দুইজন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জানান ডাক্তার আনিকা।

    শুক্রবার ৬ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি হাজিরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উল্লেখিত এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী ইউনিক পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে ঘন্টাব্যাপী শতশত গাড়ি আটকা পড়ে।



    দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেয়া হচ্ছে। ইতোমধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। দুটি গাড়ির চালক-সহকারী পলাতক রয়েছে।



    তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



    আরও খবর 28

    Sponsered content