• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনিয়ায় দেশী চোলাই মদ’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ৯:৫২:২৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় ১৮০ লিটার দেশী চোলাই মদ’সহ ১ মাদক ব্যবসায়ী এবং সাথে থাকা সিএনজিও জব্দ সহ গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন (২১) চট্টগ্রামের রাউজান উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের উনদা মিয়া হাজীর বাড়ি কাজীপাড়া এলাকার মৃত মো. মুছার ছেলে।



    বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রাজারহাট থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।



    এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ি’সহ সাজ্জাদকে গ্রেফতার করা হয়। তার কাছে ১৮০ লিটার চোলাই মদ পাওয়া গেছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা। গ্রেফতার সাজ্জাদকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content