প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ১০:০৯:২৪ প্রিন্ট সংস্করণ
মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার ৫ জানুয়ারি কুতুবদিয়া চ্যানেল ও বঙ্গোপসাগরে নৌবাহিনীর সহযোগিতায় ও কুতুবদিয়া সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর কুতুবদিয়া ও পেকুয়ার যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় এফ.বি.খাজা আজমির নামের একটি ফিশিং ট্রলার প্রায় ১৫০ কেজি জাটকাসহ জব্দ করা হয়। জব্দ কৃত জাটকা মাছ দরবার ঘাটে এনে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন এতিম খানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
এসময় বোট মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে এবং মাঝিমাল্লাদের মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া অভিযানে ৩০ টি অবৈধ বেহুন্দি জাল উচ্ছেদ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান মেরিন ফিশারিজ অফিসার নাজমুস সাকিব।