• মহানগর

    কুয়া ড্রিংকিং ওয়াটারকে জরিমানা

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২৩ , ৯:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: পূর্ব নাসিরাবাদের কুয়া ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় মামলাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    রোববার (৩০ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।




    এতে প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী নুরে আলম মো. ফিরোজ অংশ নেন।

    বিএসটিআইর সহকারী পরিচালক (সিএম) মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।




    তিনি জানান, লাইসেন্স সংক্রান্ত মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ওই পানির কারখানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




    আরও খবর 25

    Sponsered content