• মহানগর

    পাঁচলাইশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছয় পয়েন্টে কেক কেটেছে থানা ছাত্রলীগ

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ১০:২৫:০২ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ। পাঁচলাইশ এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।



    বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ৫টি পয়েন্টে কেক কেটেছেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ।মুরাদপুর মোড়, মোহাম্মদপুর, বিবিরহাট, হামজারবাগ ও ২নং গেইট মোড়,পিলখানা মোড়ে কেক কেটে পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পাঁচলাইশ থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা।



    কর্মসূচিতে উপস্থিত ছিলেন,পাঁচলাইশ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন পারভেজ,শাহাজাদা চৌধুরী,যুগ্ন-সাধারণ সম্পাদক সোহেল বড়ুয়া,পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক নোমান চৌধুরী রাকিন,পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা তানভীর হোসেন, ইব্রাহিম রুবেল,মোঃ আরফাত হোসেন, হৃদয় ইউসূফ,এস এম রিয়াসাত,সাকিব হাসান, জহিরুল ইসলাম,হাসান রাজা, ওবাইদুল আলম শাকিল, রনি মহাজন,আরশাদ মিশন,মোঃ রিকন,মোঃ শাহাজাহান,মোঃ সাজ্জাদ,জয়নাল আবেদিন রাহাত, সুমন শেখ, প্রমুখ।



    বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ।

    পরবর্তী সময়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ।



    আরও খবর 25

    Sponsered content