• বিনোদন

    ‘পাঠান’র ১০ দৃশ্যে কাঁচি চালালো সেন্সর বোর্ড

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৩ , ১০:৪৫:২৫ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্ক: ‘পাঠান’ নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহ তুঙ্গে। আর মাত্র অল্প কয়েকদিন বাকি। বক্স অফিসে ঝড় তুলতে আসছেন শাহরুখ-দীপিকা। অপরদিকে বসে নেই উগ্রবাদীরাও। শাহরুখের কুশপুতুল পোড়ানোর পাশাপাশি সিনেমাহলের সামনে থাকা পাঠানের কাটআউট ভেঙে ফেলা হয়েছে। তাদের দাবি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ‘বেশরম রং’ গানে দীপিকার পরনের গেরুয়া মনোকিনি ও শাহরুখের গায়ের সবুজ রং।



    ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা গেছে, ‘পাঠান’ সিনেমা থেকে ১০ টি দৃশ্য সহ ছবির সংলাপ ও দীপিকার ‘হট ক্লোজআপ’-এ কাঁচি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোন কোন জায়গা পরিবর্তন করে সেখানে কী কী বদল আনতে হবে তাও বিস্তারিত জানিয়ে দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।



    ‘র’ শব্দের পরিবর্তে ‘হামারি’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ‘ল্যাংড়ে লুলে’ সংলাপের জায়গায় ‘টুটে ফুটে’ ব্যবহারের নির্দেশ সেন্সর বোর্ডের। ‘পিএম’ শব্দটির পরিবর্তে ‘প্রেসিডেন্ট’ অথবা ‘মিনিস্টার’ বলতে হবে। মোট ১৩ টি জায়গা থেকে ‘পিএমও’ শব্দটি সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে। এছাড়াও একাধিক পরিবর্তনের নির্দেশ রয়েছে। ‘অশোক চক্র’-এর বদলে ‘বীর পুরস্কার’, ‘এক্স-কেজিবি’কে ‘এক্স-এসবিইউ’ ও ‘মিসেস ভারতমাতা’-এর জায়গায় বলতে হবে ‘হামারি ভারতমাতা’। পানীয়ের ক্ষেত্রেও সংলাপ ব্যবহারে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে সিবিএফসি। ‘স্কচ’ শব্দটির বদলে ‘ড্রিংক’, ‘ব্ল্যাক প্রিজন, রাশিয়া’কে বলতে হবে ‘ব্ল্যাক প্রিজন’।



    ‘বেশরম রং’ গানটিতে তিনটি পরিবর্তন আনা হয়েছে। দীপিকার নিতম্বের শট, ক্লোজআপ শটে সাইড লুক যেখানে শরীরের প্রায় বেশিরভাগ অংশই দৃশ্যমান সেগুলোও বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। ‘বহুত তাং কিয়া’ গানের সময় সংবেদনশীল নাচের দৃশ্যগুলো সরিয়ে ভিন্ন দৃশ্য প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছে সিবিএফসি।



    সেন্সর বোর্ডের কাট তালিকায় অবশ্য কত সেকেন্ডের শট সেন্সর করা হয়েছে তা উল্লেখ করেনি। তবে এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী পাঠানের বহু বিতর্কিত গান ‘বেশরম রং’-এ দীপিকার গেরুয়া মনোকিনি নিয়ে কোনো বিশেষ মত প্রকাশ করেনি সিবিএফসি। জানা গেছে, ২ জানুয়ারি ইউএ সনদ পায় ‘পাঠান’। ছবিটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৬ মিনিট।

    প্রসঙ্গত, চলতি মাসের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমাটি। এতে শাহরুখ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।