• বিনোদন

    আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন নায়িকা মাহি

      প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৮:৩৭:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি আশাবাদী বিশাল ব্যবধানে জয়লাভ করবেন। তিনি বলেন, আওয়ামী লীগের টিকিট পেলে অন্তত ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।



    বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    এ সময় মাহি বলেন, আমি যে কত খুশি তা বলে বুঝাতে পারব না। বাংলাদেশের ইতিহাস যত দিনের, বাংলাদেশ আওয়ামী লীগের বয়সও তত দিনের। আমি সেই দলের নমিনেশন কিনেছি, এর চাইতে খুশির বিষয় হতে পারে না।



    মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে একজন নারী। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য শুনলে বুঝতে পারবেন, তিনি নারী নেতৃত্বকে কতটুকু অগ্রাধিকার দিচ্ছেন। সেক্ষেত্রে আমি একজন নারী।

    এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি পেয়েছেন মাহি।



    সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।



    0Shares

    আরও খবর 20

    Sponsered content