• দক্ষিণ চট্টগ্রাম

    আনোয়ারায় বিজয় কর্নসার্ট ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৯:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আনোয়ারা প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আনোয়ারা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত এস এস সি কৃতী জি পি এ -৫ প্রাপ্ত ৩৪৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেন বিজয় দিবস উপলক্ষে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়।

    এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।



    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বারখাইন জামেয়া জুমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক শওকী, দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সভাপতি ওসমান গনি, বখতেয়ার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হান্নান, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, আনোয়ারা সদর এর ইউ পি চেয়ারম্যান অসীম কুমার দেব সহ অন্যান্য অতিথিবৃন্দ।



    কৃতী শিক্ষার্থীদের সম্মাননা তোলে দেন অতিথিবৃন্দ এর পর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিজয় কনসাট এতে দেশের স্বনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেন ক্লোজ আপ ওয়ান ২০০৮ চ্যাম্পিয়ন লিজা, পাওয়ার ভয়েস ২০১২ চ্যাম্পিয়ন সজল, এভোয়েডরাফা, আর্টসেল,শিরোনামহীন ব্যান্ড দল ও অদিতা সেন গান পরিবেশন করেন।



    উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রুপন দত্ত, রফিকুল ইসলাম,রতন কান্তি দাশ,এনামুল হক নাবিদ, ফরহাদুল ইসলাম, জাবেদুল ইসলাম,জাহিদ হাসান হৃদয়, শেখ আব্দুল্লাহ ,কাঞ্চন সুশীল, নুরুল কবির, সংগঠক কল্লোল সেন, শিল্পী উৎপল সেন, লায়ন অজিত নাথ,সংগঠক সাগর মিত্র, সুগ্রীব মজুমদার দোলন,তাপস চৌধুরী, তাপস বল, শিমুল দাশ, অনুপম চক্রবর্তী, কাজল বোস, সুমন মিত্র,বরুন দাশ, লিটন দাশ, বিকাশ দত্ত, অচ্যুত শীল, বাপ্পী দাশ, মিলু দাশ, মো: আব্বাস, মো: জসিম, প্রদীপ দাশ প্রমুখ।



    0Shares

    আরও খবর 28

    Sponsered content