• পার্বত্য চট্টগ্রাম

    লামার ফাইতং ইট ভাটায় বন বিভাগের অভিযান

      প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২২ , ১২:১৯:১৭ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ইট ভাটায় বন বিভাগ অভিযান চালিয়ে ৫০৪০ ঘনফুট লাকড়ি জব্দ করা হয়েছে।

    লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল নির্দেশে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম. রেজাউল ইসলাম, ক্যাম্প কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন অভিযান পরিচালনা করেন।



    জানা যায়, ফাইতং ইউনিয়নের ইট ভাটায় জ্বালানী কাঠ হিসেবে বিভিন্ন প্রজাতির কাঠ সংগ্রহ করে স্তুপ করে রাখে ইট ভাটার মালিকগণ।

    আজিজনগর ডলু রেঞ্জ কর্মকর্তা এস.এম. রেজাউল ইসলামের জানান, ইটভাটা গুলোতে অভিযান পরিচালনা করে ৫০৪০ ঘনফুট জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশত টাকা।



    লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল উদ্দীন বলেন, অবৈধ কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। বন সম্পদ রক্ষার্থে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। বন সম্পদ রক্ষার্থে বনবিভাগের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

    পরিচালনাকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ও ফাইতং বন ক্যাম্পের সদস্যগণ উপস্থিত ছিলেন।



    আরও খবর 29

    Sponsered content