• মহানগর

    মহাসমাবেশের মধ্য দিয়ে গণজোয়ার সৃষ্টি হবে: নাছির

      প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ১০:৩২:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    শনিবার (২৬ নভেম্বর) বিকেলে একটি কমিউনিটি সেন্টারে ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



    তিনি বলেন, সাধারণ মানুষের মনে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে বিএনপি আবার পেছনের দরজা দিয়ে ক্ষমতার গদিতে বসতে চায়। বিএনপির এমন দিবাস্বপ্ন কখনো পূরণ করতে দেওয়া যাবে না। দেশের মানুষকে বোকা বানিয়ে বিএনপির দেশ বিক্রির হীন প্রচেষ্টা আওয়ামী লীগের কর্মীরা কখনো বাস্তবায়ন করতে দেবে না। পলোগ্রাউন্ডের মহাসমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এই সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে আওয়ামী লীগের গণজোয়ার সৃষ্টি হবে।




    ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াকুবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সদস্য মহব্বত আলী খান, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন জালালাবাদী, আওয়ামী লীগ নেতা মো হানিফ, হুমায়ুন আলম মুন্না, আবু সৈয়দ আজম, নুরুল আলম নুরু, মো. ইকবাল হোসেন, আজিজুল হক মিয়া, কাজী ছগির প্রমুখ।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content