• মহানগর

    একটি অপশক্তি দেশকে পেছনে ঠেলে দিতে চায়: নাছির

      প্রতিনিধি ২২ নভেম্বর ২০২২ , ১০:৩৮:৫৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহল বিশেষ ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।



    সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যালয়ে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর পলোগ্রাউন্ডে জনসভা সফল করার লক্ষ্যে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।



    পলোগ্রাউন্ডের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চট্টগ্রামের মহানগরের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা রুখে দিতে বিদেশিদের কাছে ধন্না দিতে শুরু করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ যেকোনো বিষয়সহ নির্বাচন নিয়ে বিদেশিদের হস্তক্ষেপ একটা স্বাধীন জাতিকে আঘাত করার শামিল। একটি অপশক্তি সরকারকে ধাক্কা দিয়ে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা। তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।



    সভায় ‍উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, নির্বাহী সদস্য আবুল মনসুর, থানা আওয়ামী লীগের মো. ফিরোজ, অধ্যাপক আসলাম হোসেন, টিংকু বড়ুয়া ও রেজাউল করিম কায়সার প্রমুখ।



    আরও খবর 25

    Sponsered content