• মহানগর

    কর্ণফুলী ও ফটিকছড়িতে নৌকার দুই প্রার্থী জয়ী

      প্রতিনিধি ২ নভেম্বর ২০২২ , ১১:৩৫:৫৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: কর্ণফুলী উপজেলা পরিষদ ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচন জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। কর্ণফুলী উপজেলায় চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন।

    ফটিকছড়ি পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন।



    বুধবার (২ নভেম্বর) ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণ।

    কর্ণফুলী নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী পেয়েছেন ২১ হাজার ২০ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ ভোট। অন্যদিকে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ১১ হাজার ৮১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৬৭৯ ভোট।



    কর্ণফুলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ১২১ জন, নারী ৫৪ হাজার ৫৫১ জন। ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে ভোটার ৩৬ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৮০ জন, নারী ভোটার ১৭ হাজার ১৬৬ জন।



    চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করে প্রার্থীদের বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে।



    0Shares

    আরও খবর 25

    Sponsered content