• বিনোদন

    কবে বিয়ে করবেন জানালেন বনি

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২২ , ৮:৫৫:৪৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: সিনেমায় তারা বারবার প্রেমে পড়েন, ভালোবেসে ঘর বাঁধেন। কিন্তু বাস্তবে? এবারও কি তেমন উত্তরই মিলল বনি সেনগুপ্তর কথায়?



    দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন টলিউড জুটি বনি-কৌশানি। তাদের বিয়ের তারিখ নিয়ে মাঝে মধ্যেই গুঞ্জন ডালপালা মেলে। বিয়ের এই ভরা মৌসুমে নিজেদের চার হাত এক করবেন কবে? ভক্ত-অনুসারীদের নিত্য জিজ্ঞাসা। এবার যেন একটু ঝেড়ে কাশলেন বনি। জানালেন বিয়ের সম্ভাব্য তারিখ।



    নতুন সিনেমা ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা হলো বনি সেনগুপ্তর। সেখানেই নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন ‘বরবাদ’ নায়ক।



    বনির কথায়, ‘এত সিনেমা করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’ তাহলে তারিখটা কবে? বনির উত্তর, ‘খুব দেরি হয়তো করব না। ২০২৪-এর শুরুতেই আশা করছি, বিয়েটা সেরে ফেলব।’



    0Shares

    আরও খবর 20

    Sponsered content