প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ১১:০০:২৫ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের লক্ষ্যে মঙ্গলবার ১১ অক্টোবর বিএসটিআই চট্টগ্রাম কার্যালয় থেকে একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এসময় কোতোয়ালী থানাধীন মেসার্স বোস ব্রাদার্স ও মেসার্স দয়াময়ী মিষ্ঠান্ন ভাণ্ডার নামক প্রতিষ্ঠানসমূহকে বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পাউরুটি,বিস্কুট, মিষ্টি ও দই পণ্যসমূহ অবৈধভাবে বাজারজাতকরণের অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ২টি মামলা দায়ের করা হয় এবং ৩৫,০০০ টাকা জরিমানা করা হয় ।
অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা ফারহানা জাহান পারুল ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন। চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।