• মহানগর

    চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সঙ্গে আ জ ম নাছিরের মতবিনিময়

      প্রতিনিধি ৯ অক্টোবর ২০২২ , ৮:২১:৩৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের নেতৃবৃন্দ।

    শনিবার (৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।



    এসময় আ জ ম নাছির বলেন, ১৯৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির উত্থান শুরু হয়। সেই অপশক্তির দমন নির্যাতনে মুজিব আদর্শের কর্মীরা স্তব্ধ। সেই দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে একঝাঁক তরুণ চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে আওয়ামী রাজনীতির ঝান্ডা উড়িয়েছে। সেই তরুণদের মধ্যে আমিও একজন। সেই তরুণদের অনেকেই আজ চট্টগ্রাম তথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছে।



    অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ, সভাপতি ডা. শেখ শফিউল আযম, সাধারণ সম্পাদক মো লিয়াকত আলী খান, সিনিয়র সহ সভাপতি মাহবুব চৌধুরী, সহ সভাপতি রেখা আলম চৌধুরী, মো. নাজিম উদ্দীন, নিরেন্দু বিকাশ চৌধুরী, মো. আবদুর রহমান, মো. মুছা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপক কান্তি, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদসহ সংগঠনের অপরাপর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



    আরও খবর 25

    Sponsered content