• উত্তর চট্টগ্রাম

    রাঙ্গুনীয়ায় পুকুরে ডুবছিল ছোট ভাই, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২২ , ১০:১৪:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে শাহিন উদ্দিন (১৭) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা ক্যাম্পাসের পুকুরে এ ঘটনা ঘটে।



    শাহিন উদ্দিন রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লক্ষ্মীরখীল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি বলেন, দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের ক্যাম্পাসের পুকুরে সজীব উদ্দিন নামে এক কিশোর পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে এগিয়ে আসে তার আপন বড় ভাই শাহীন। এ সময় তিনি ছোট ভাই সজীবকে টেনে তুলতে পারলেও নিজে পুকুরে তলিয়ে যান।



    পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, কয়েকজন ছেলে পুকুর পাড়ে খেলছিল। এরই এক পর্যায়ে সজিব পুকুরে পড়ে যায় বলে আমরা জানতে পেরেছি।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content