• লাইফস্টাইল

    ভিক্সের ব্যবহার কখন করবেন?

      প্রতিনিধি ৩০ জুন ২০২৩ , ৮:৩৬:৫৪ প্রিন্ট সংস্করণ

    লাইফষ্টাইল ডেস্ক: ঘরের কারো মাথাব্যথা হলে বা কোথাও ব্যথা পেলে প্রথমেই খোঁজ পড়ে ছোট নীল একটি কৌটার। হুম, ঠিক ধরেছেন, কৌটাটি ভিক্সের।

    শুধু মাথা বা ঘাড়-পা ব্যথায়ই নয়। আরও অনেক কাজেই ভিক্সের ব্যবহার করা যায়।





    ভিক্সের কিছু ব্যবহার

    • যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে, ব্রণ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করা শেষ। এবার মাত্র কয়েকদিন সময় দিন ভিক্সকে।

    প্রতি রাতে ত্বক পরিষ্কার করে ব্রণের ওপর ভিক্স লাগিয়ে ঘুমিয়ে পড়ুন,সকালে দেখবেন আপনার ব্রণ অনেকটাই সেরে গেছে। এভাবে এক সপ্তাহ ব্যবহার করুন, ব্রণ তো যাবেই সঙ্গে দাগগুলোও দূর হবে।

    • মাথা ব্যথার সব সময়ের সহজ সমাধান ভিক্স। মাথাব্যথা হলে মাথার দুই পাশে ভালো করে ভিক্স লাগান, দেখবেন ব্যথা কমে গেছে।

    • পোকা কামড় দিলে ক্ষত স্থানে ভিক্স লাগান উপকার পাবেন।




    • পা বা পেটের স্ট্রেচ মার্ক একটি বিরক্তিকর সমস্যা, এর থেকে বাঁচতে ভিক্স লাগান।

    • সর্দি-কাশি থেকেও মুক্তি পেতে কার্যকর ভিক্স।

    • ওহ পেটের মেদ কমিয়ে, ফিট ফিগারের জন্যও ব্যবহার করতে পারেন ভিক্স।

    ভিক্স লাগানোর সময় খেয়াল রাখবেন যেন চোখ বা মুখের ভেতরে না যায়। আর সাময়িক ব্যথার জন্য ভিক্স ব্যবহার করুন। কিন্তু যদি এটা বেশ কিছুদিন চলতে থাকে বা বেশি ব্যথা হয়, তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।