• বিনোদন

    বিয়ে করলেন অভিনেত্রী সোনালি

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৭:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনালি সায়গল। বাঙালি এই অভিনেত্রীর বরের নাম আশিষ সাজনানি।

    দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর বুধবার (০৭ জুন) গুরদ্বারায় শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সোনালি অভিনয়ের মানুষ হলেও তার বর পেশায় ব্যবসায়ী। তার রেস্তোরাঁর ব্যবসা আছে।




    সোনালি-আশিষের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, সোনালির পরনে মণীষ মালহোত্রার ডিজাইন করা গোলাপী রঙের শাড়ি এবং সিলভার রঙের হীরার গহনা পরেছেন।

    অন্যদিকে, আশিষের পরনে অফ হোয়াইট শেরওয়ানি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফটো সেশনের জন্য পোজ দিতেও দেখা যায় এই নবদম্পতিকে।




    আশিষ-সোনালি দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছেন। কিন্তু তাদের এ সম্পর্ক গোপন ছিল। কারণ তারা চাননি এ খবরে মিডিয়াতে আসুক। অবশেষে পাঁচ বছরের সম্পর্ক পরিণয় পেল।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content