• মহানগর

    পলিথিনের ব্যবহার কমাতে কঠোর অভিযানে নামবে চসিক: ঘোষণা মেয়রের

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ১:১০:৩৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, জলাবদ্ধতা হ্রাসে কেবল উন্নয়ন প্রকল্প গ্রহণ করাই যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন জনগণের সচেতন আচরণ। নালায় পলিথিন, প্লাস্টিক, অপচনশীল বর্জ্য ফেললে, নদী-খাল দখল করলে জলাবদ্ধতা কোনভাবেই কমবেনা। কিছুদিনের মধ্যে আমি পলিথিনের ব্যবহার কমাতে কঠোর অভিযানে নামব। এর মাঝে আপনারা বিকল্প চটের ব্যাগ ব্যবহারের প্রস্তুতি নিন।




    মঙ্গলবার (৯ মে) মেয়র ১৫ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আবুল খায়ের সুকানী বাড়ি ব্রীজসহ সড়ক নির্মাণ এবং বিজয়নগর আবাসিক এলাকার ড্রেইনসহ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করে এসব ক্রতা বলেন। এদিন দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ব্রীজ, কালভার্ট, ড্রেন নির্মাণ এবং সড়কের উন্নয়নে ২০ কোটি ৪ লক্ষ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।




    মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বিশ্ববাণিজ্যের হাব হিসেবে গড়ে তোলার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে এবং পতেঙ্গা সমুদ্র সৈকতের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষিণ পতেঙ্গার উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এ দুটি প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর এক দিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে অপরদিকে ভালো ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতা হ্রাস পাবে।




    এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধূরী, সংরক্ষিত কাউন্সিলর শাহানুর বেগম, চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, এ এস এম ইসলাম, মোহাম্মদ ইসলাম, ওয়াহিদুল আলম, হাজী আবদুল কাদের এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আবুল হোসেন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content