• পার্বত্য চট্টগ্রাম

    দেশের প্রথম চাক সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৩ , ৯:৫১:৪১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিশেষ প্রতিনিধি,পার্বত্য চট্টগ্রাম: দেশে প্রথমবারের মতো চাক সম্মেলন অনুষ্ঠিত হলো নাইক্ষ্যংছড়িতে।

    ২৮ এপ্রিল শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তির পায়রা উড়ছে সর্বত্র, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃ-গোষ্টি শান্তিতে আছে।




    তিনি আরো বলেন, পাহাড়ি বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে।

    বিশেষ করে পার্বত্যাঞ্চলের চাক সমপ্রদায় আজ অনেক এগিয়ে,হয়তো চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মেলন।

    সম্মেলনে সভাপতিত্ব করেন চাক সম্প্রদায়ের প্রথম জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক।




    সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বান্দরবাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, ওসি টান্টু সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা,মংছানু চাক,বাছাইচিং চাক,মাচা হ্লা চাক, শৈছালা চাক, ক্যউচিং চাক, চানো অং চাক, থোয়াই হ্লা চাক, খ্যইচিং অং চাক প্রমূখ।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content