• মহানগর

    ফেসবুকে  ”রামাদান” নিয়ে কটাক্ষ করায় চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরখাস্ত 

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ১০:২০:৩০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলি কে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র  মাহে রমজান নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়া অপরাধে সামরিক বরখাস্ত  করা হয়েছে ।




    ১৬ এপ্রিল রবিবার বন্দর পরিচালক  প্রসাশন এর স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয় ।

    বন্দর সুত্রে জানা যায়, বন্দর মহিলা কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার শেলি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র মাহে রমজানের আরবি উচ্চারণ ”রামাদান” কে কটাক্ষ  করে পোস্ট দেয়।




    তাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বন্দর এলাকায় ব্যাপক প্রতিবাদের ঝড় উঠে এবং ধর্মীয় অনুভূতি আঘাত সহ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাতে মিছিল-মিটিং সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি,  সাম্প্রদায়িক  উসকানি  সহ সরকারকে অস্থিতিশীল ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলা আশংকা সৃষ্টি হওয়ায় তাকে সাময়িক  বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা  দায়ের করা হয় ।




    আরও খবর 25

    Sponsered content