প্রতিনিধি ৫ মার্চ ২০২৩ , ৯:৪৯:২২ প্রিন্ট সংস্করণ
খেলাধুলা ডেস্ক: ঘরের মাটিতে দীর্ঘ ৭ বছর পর সিরিজ হার বাংলাদেশ দলের। সেটাও আবার ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে প্রথম দুই ম্যাচ হারের মধ্যে দিয়ে। তবে সোমবার হোয়াইটওয়াশ এড়াতে জস বাটলারদের মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বেলা বারোটায় ম্যাচটি শুরু হবে।
প্রথম দুই ম্যাচ হারের পর অবশ্য মানসিকভাবেও কিছুটা পিঁছিয়ে পড়েছে টাইগাররা। তবে ম্যাচের আগের দিন আজ রোববার সাগরিকায় অনুশীলনের কমতি রাখেননি ক্রিকেটাররা। সাকিব আল হাসান লম্বা সময় বোলিং করেছেন অনুশীলনে, এমনকি ঠিকঠাক হচ্ছে কি না সেটাও নেটে ব্যাট করা মুশফিকের কাছে শুনছিলেন বারংবার।
এদিকে দুই ম্যাচ হারলেও শেষটা রাঙাতে চান টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরথ। সংবাদ সম্মেলনে এসে বলছিলেন, ‘পরাজিত দলে থাকাটা সহজ কিছু নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’
এদিকে ইংলিশদের তারকা পেসার মার্ক উড সংবাদ সম্মেলনে এসে করলেন তাসকিন আহমেদের ভূয়সী প্রশংসা, ‘তাসকিন খুবই চিত্তাকর্ষক। আমি মনে করি সে শুধু আমাকে নয় সবাইকে মুগ্ধ করেছেন। পুরো দল বলেছে সে কতটা ভালো বোলিং করেছে এবং সে দ্রুত বোলিং করেছে, ভালো লেন্থে আঘাত করেছে। আমাদের প্রথম খেলায় সে আমাদের সিমারদের দেখিয়েছিলেন কোথায় বল করতে হবে।’
তবে সব কথার শেষ কথা টাইগাররা ঘরের মাটিতে কি হোয়াইটওয়াশ হবে নাকি হারের ব্যবধান কমাবে। সেটা সময়ের হাতেই তোলা থাক। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচে আসতে যাচ্ছে পরিবর্তন। আফিফ হোসেনের জায়গায় অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।