• কক্সবাজার

    মাতারবাড়ীতে মাদরাসা পরিদর্শনে এমপি নদভী

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৩ , ৮:১৯:০২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল তালিমুদ্দিন ইসলামিয়া সেন্টার বার্ষিক সভা অনুষ্ঠিত হয় ৷



    ৭ জানুয়ারী শনিবার মাদরাসার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডিন সহ প্রফেসর ও অন্যান্য অথিতিবর্গ ৷



    পরিদর্শন আসেন সাতকানিয়া-লোহাগাড়া মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ড চেয়ারম্যান ও চেয়ারম্যান IIUC প্রফেসর ড. আবু রেজা নেজাম উদ্দিন নদভী এমপি,ভাইস চেয়ারম্যান IIUC ড. কাজী দ্বীন মুহাম্মদ, ড. আমিন নদভী, ড. মোজাফ্ফর নদভী, ড. মোস্তফা কামিল মাদানী, হাফেজ ক্বারী আব্দুল খালেক ছানুবী,মাওলানা হাফেজ উল্লাহ নদভী মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা ইউনুছ, আহমদুল হক বাবু, তালিমুদ্দিন ইসলামিয়া সেন্টার মাতারবাড়ীর পরিচালক আমিনুল্লাহ প্রধান, ওয়ার্ড আওয়ামীগ সভাপতি রাজিব উদ্দিন প্রমূখ ৷



    0Shares

    আরও খবর 30

    Sponsered content