• লাইফস্টাইল

    ঈদের আগে ঘরেই পেডিকিউর

      প্রতিনিধি ২৯ মার্চ ২০২৫ , ১০:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: শরীরের সমস্ত ভার যেহেতু বহন করে আমাদের পদযুগল, সেক্ষেত্রে ঈদের আগে বাড়তি একটু যত্ন-আত্তি তো করাই যায়। ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই করতে পারেন পায়ের যত্ন।

    ধাপ ১
    প্রথমে একটি বড় পাত্রে হালকা গরম পানি নিন এবং অল্প একটু শ্যাম্পু কিংবা বডি ওয়াশ মেশান। এ মিশ্রণে পা দুই থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন।

    ধাপ ২
    ভেজা পা একটি তোয়ালের ওপর রাখুন এবং পিউমিস স্টোন কিংবা ঝামা পাথর দিয়ে পায়ের মৃত কোষ তুলে ফেলুন। এ পর্যায়ে আপনি একটি ভালো মানের স্ক্রাবও ব্যবহার করতে পারেন। বাজারের কেনা যেকোনো স্ক্রাব কিংবা ঘরে তৈরি স্ক্রাব একই কাজ করবে। জলপাই তেল কিংবা বাদাম তেলের সঙ্গে চিনি মিশিয়ে ঘরেই খুব সহজে স্ক্রাব তৈরি করতে পারেন।

    ধাপ ৩
    নখ কেটে পছন্দ মতো আকৃতি দিন। শুধু নখই নয়, এর দুই পাশের বেড়ে যাওয়া চামড়াগুলোও তুলে ফেলতে হবে।

    ধাপ ৪
    শেষ পর্যায়ে, ভালো মানের কোনো ময়েশ্চারাইজিং ক্রিম দিয়ে পা দুটো সুন্দর করে মালিশ করুন। আপনি চাইলে বাদাম তেল, নারিকেল তেল কিংবা জলপাই তেলও ব্যবহার করতে পারেন। ব্যস, হয়ে গেলো ঘরে বসেই সহজ ও আরামদায়ক পেডিকিউর।

    0Shares

    আরও খবর 22

    Sponsered content