• উত্তর চট্টগ্রাম

    মাইজভান্ডার দরবার শরিফ জেয়ারতে প্রধান বিচারপতি

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ১১:১৪:৪১ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : প্রধান বিচারপতি ডঃ সৈয়দ রেফাত আহমদ বলেছেন “সপ্রীতির অনন্য দৃষ্টান্ত হল মাইজভান্ডার দরবার শরিফ। এখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। ধর্মের -কর্মের কোন ভেদাভেদ নেই। প্রতিদিন সকল ধর্মের মানুষের মিলন মেলা বসে এখানে। এই অভুতপূর্ব সম্প্রীতি আর কোথাও আছে বলে আমার জানা নেই।
    শনিবার (১৮জানুয়ারী) ব্যক্তিগত সফরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মাইজভান্ডার দরবার শরীফের এসে এই মন্তব্য করেন।

    ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী প্রধান বিচারপতিকে ফুললে শুভেচ্ছায় অভিষিক্ত করেন।
    প্রধান বিচারপতি বলেন ইতিপূর্বে দেশে ঘটে যাওয়া বিছিন্ন ঘটনার পর ও ফটিকছড়ি শান্ত ছিল শুনে আমি মুগ্ধ হলাম। সম্প্রদায়িক সম্প্রীতি বজায় থেকে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকাটায় রাষ্ট্রের জন্য অবশ্যই ইতিবাচক। এ জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।

    এর আগে সকাল সাড়ে নয়টায় সড়ক পথে প্রধান বিচারপতি মাইজভান্ডার দরবার শরিফ এসে পৌঁছেন। সেখানে তিনি স্বপরিবারে মাইজভান্ডী তরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি, সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী, সৈয়দ আবু বশর মাইজভান্ডারি, সৈয়দ জিয়া উল হক মাইজভান্ডারি, ও সৈয়দ মঈন উদ্দিন আহমদ মাইজভান্ডারি মাজার জেয়ারত করেন।দুপুরে সেখানে স্বপরিবারে মধ্যহ্নভোজে অংশ নেন।এসময় সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি, সৈয়দ শহিদুল হক মাইজভান্ডারি, সৈয়দ হাসান মাইজভান্ডারি, সৈয়দ সাইফু উদ্দিন আহমদ মাইজভান্ডারি, সৈয়দ এরফানুল হক মাইজভান্ডারি,সৈয়দ ফরহাদ মাইজভান্ডারি, এডভোকেট সৈয়দ মিফতাহ নুর মাইজভান্ডারি উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধান বিচারপতি সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আজিজ আহমদ ভূঞা ও চট্টগ্রাম জেলা জর্জ ও দায়রা জর্জ এবং মহানগর দায়রা জর্জসহ অন্যান্যরা। দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্য ফটিকছড়ি ত্যাগ করেন।

    আরও খবর 27

    Sponsered content