প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৫ , ৯:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: রাঙ্গুনিয়া উপজেলায় সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধভাবে আনা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সেইসঙ্গো জড়িত ২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরসভা সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশাসহ এসব সিগারেট জব্দ ও আটক করা হয়।
আটক দুইজন হলো, লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া (৪৫) ও লংগদু থানার বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।
রাঙ্গুনিয়া থানার (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অভিযানে ৪ বস্তা সিগারেট, একটি সিএনজি অটোরিকশা ও ২ জন আসামিকে আটক করা হয়েছে। আমদানি নীতি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।