• উত্তর চট্টগ্রাম

    মোমবাতি প্রজ্জলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো প্রশাসন

      প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৪ , ১০:১১:০৮ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : মেধা শুন্য করতে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যা করেছে পাক হানাদার বাহিনী। তাদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা নিয়ে মাথা উঁচু করে দাড়িয়েছে বাঙ্গালী জাতি।

    ১৪ ডিসেম্বর বিকেল ৪টার সময় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাবু সুচয়ন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বাবু সুমন মন্ডল অপু, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ আমিনুউল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হাসানুল কবির চৌধুরী, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মুহাম্মদ আবদুল আজিজ ও সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরী।

    উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর এইচ এম এমরানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ বোরহান উদ্দিন চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মী ডাঃ মুহাম্মদ নাজিম উদ্দীন, স্বাস্থ্য সহকারী কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রাকিব, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আলম, উপজেলা সেনিটারী ইন্সিপেক্টর মোঃ জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ শফি উল্লাহ,যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমদ ছিদ্দিকী,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা স্মরণ বাবু প্রমুখ। সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।

    বক্তরা বলেন, ১৯৭১ সালে আজকের এই দিনে (১৪ডিসেম্বর) পাক-হানাদার বাহিনীরা যখন বুঝতে পারল তার পরাজয় সন্নিকটে তখন তার বাংলাদেশ শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, বিজ্ঞানীসহ সকল বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করতে চেয়েছিল।

    সাংবাদিক নুরুল আবছার নূরী বলেন, স্বাধীনতা ও বিজয়ের ৫৩ বছর পর হলেও ফটিকছড়ি উপজেলা ফেনুয়া চাবাগান ও কর্ণফুলী চাবাগান ২ বদ্ধভূমি এখনো অরিক্ষত রয়েছে। এই গুলোকে সংষ্কার করে ভবিষ্যত প্রজম্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কথা জানতে হবে।

    শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন ফটিকছড়ি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ নুর হোসাইন নিযামী।

    আরও খবর 27

    Sponsered content