• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

      প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৪ , ১১:২০:০২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ মো. মিনহাজ শেখ (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

    ২৯ নভেম্বর, শুক্রবার পৌরসভা এলাকার উত্তর ধুরুংস্থ জনৈক দুলাল বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিনহাজ মাগুরা জেলার শ্রীপুর থানার মো. শফিকুল শেখের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক শরীফ উল আলম।

    তিনি জানান, ফটিকছড়ির উত্তর ধুরুংস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মো. মিনহাজ শেখ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার দেখানো ফ্ল্যাট বাসায় তল্লাশি চালিয়ে ৩টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রাখা ২১ কেজি গাঁজাসহ দুটি স্থান থেকে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে গাাঁজা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে ।

    পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content